টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচী | টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচি প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ( ICC )। আইসিসি t20 বিশ্বকাপ সময়সূচী 2022 অনুসারে এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট  ১৬টি দল। এবারের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে।

টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচী | টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচী | টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ 2022 এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 13 ই অক্টোবর শ্রীলঙ্কা বনাম নামিবিয়ার খেলার মাধ্যমে। টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এবারের বিশ্বকাপে 16 টি দলের মধ্যে মোট 45 টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং 13 ই নভেম্বর 2022 t20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মাধ্যমে এবারের আসরে সমাপ্ত ঘটবে।


টানা এক মাস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হবে এর মধ্য থেকে বুঝা যাচ্ছে যে 30 দিনের মধ্যে 45 টি ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ কোন কোন দিন একের অধিক ম্যাচ অনুষ্ঠিত হবে। তাইতো ক্রিকেট প্রেমীদের জন্য অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ এবং জাকজমকপূর্ণ হতে যাচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এ চান্স পেয়েছে কারা কারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মরণ হওয়ায় মনের মাঝে সর্বপ্রথম প্রশ্ন জাগতে পারে কারা কারা চান্স পেয়েছে 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে । প্রশ্ন যেহেতু এসেছে তাই চলুন উত্তরটাও জেনে নেওয়া যাক। টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এ এর মূল পর্বে খেলবে মোট 12 টি দল। তার মধ্যে আটটি দল রেংকিং অনুযায়ী সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। আর বাকি চারটি দলকে বাছাইপর্বের গন্ডি পেরিয়ে আসতে হবে মূল পর্বে । বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করা ৮ টি  দল হল ঃইংল্যান্ড, পাকিস্তান  ভারত,অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড ,দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর বাছাই পর্ব

আমরা তো এখন জেনে নিয়েছি বিশ্বকাপে সরাসরি খেলবে কোন আটটি দল।  তাই এখন  আমাদের মনের মাঝে আরেকটি প্রশ্ন আসতে পারে তা হল বাকি ৪ টি দল আসবে কোথায়  থেকে অথবা বাকি ৪ টি দল কারা কারা।  বিশ্বকাপের মূলপর্বে প্রতিযোগিতা করার জন্য যে আটটি দল বাছাইপর্ব খেলবে তারা হল ঃ নামিবিয়া ,শ্রীলংকা ,স্কটল্যান্ড ,ওয়েস্ট ইন্ডীজ ,আরব আমিরাত ,আয়ারল্যান্ড ,এবং দুই টি দল এখনো অনিরধারিত।

 টি ২০ বিশ্বকাপের ২০২২ প্রথম পর্ব

টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করে ফেলেছে আইসিসি ।কিন্তু এখনো বাছাইপর্বের আটটি দলই নির্ধারিত হয়নি । তাই এখন আমাদের মনের মাঝে একটি প্রশ্ন আসতে পারে যে, আইসিসি কি তাহলে মশকরা শুরু করে দিয়েছে? কিন্তু ব্যাপারটা তা নয়।


ব্যাপারটা হল আইসিসি রেংকিং এর নিচে থাকা দলগুলোকেও বিশ্বকাপে খেলার সুযোগ করে দিচ্ছে ।যার জন্য তারা প্রাথমিক ভাবে বাছাই পর্ব পেরিয়ে বাছাইপর্বের মূলপর্বে অংশগ্রহণ করবে ।তাই কোন দুটি দল বাছাইপর্বের মূলপর্বে   অংশগ্রহণ করবে সেটা এখনো নির্ধারিত হয়নি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর বাছাই পর্বের চূড়ান্ত তালিকা 

আমরা ইতিমধ্যে জেনে গেছি টি-টুয়েন্টি   বিশ্বকাপের বাছাইপর্বে কারা কারা আছে ।তবে কোন দল কোন গ্রুপে আছে তা আমাদের জানা হয়নি । তাই চলুন জেনে নেই বাছাইপর্বের কোন দল কোন গ্রুপে আছে।

Group A Droup B
নামিবিয়া ওয়েস্ট ইন্ডিজ
শ্রীলংকা স্কটল্যান্ড
সংযুক্ত আরব আমিরাত আয়ারল্যান্ড
অনির্ধারিত অনির্ধারিত

আরো জেনে নিন পরবর্তী  ক্রিকেট বিশ্বকাপ কথায় অনুষ্ঠিত হবে

টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ গ্রুপ পর্ব

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব, প্রাথমিক পর্ব নিয়ে কিচ্ছা কাহিনী বলতে বলতে আমাদের এখনো জানাই হয়নি যে,  সুপার টুয়েলভ এর কোন দল কোন গ্রুপে আছে । তাই চলুন এখনই জেনে নেই .১২ টি  দলের মধ্যে কয়টি  গ্রুপ হবে এবং কোন গ্রুপে কোন কোন দল থাকবে।

Group 1 Group 2
আফগানিস্তান বাংলাদেশ
অস্ট্রেলিয়া ইন্ডিয়া
ইংল্যান্ড পাকিস্তান
নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা
এ গ্রুপ চ্যাম্পিয়ন বি গ্রুপ চ্যাম্পিয়ন
বি গ্রুপ রানার্সআপড এ গ্রুপ রানার্সআপ

টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচী

টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়সূচী 2020 আমরা জানি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একটু ব্যতিক্রমধর্মী হয়ে থাকে কেননা এর মধ্যে প্রথমে খেলা হয় প্রথম রাউন্ড তারপর খেলা হয় সুপার-১২ এবং তার মধ্য দিয়ে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় যারা ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞতা সম্পর্কে ভাল জানেন।


টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ 2022 সময়সূচি একটি টেবিলের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি যার মধ্যে আপনি খুব সহজে প্রতিটি খেলার তারিখ এবং কোন দলের সাথে কোন দল খেলবে এমনকি ম্যাচটি কোন মেনুতে অনুষ্ঠিত হবে তা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।


এছাড়াও বিশ্বকাপ ক্রিকেট 2020 t20 সময়সূচী টেবিল থেকে আপনি কোন সময় খেলা অনুষ্ঠিত হবে সে সম্পর্কে জানতে পারবেন
 
প্রথম রাউন্ড
ম্যাচ নং তারিখ দল ভেন্যু সময়
০১ ১৬.১০.২০২২ শ্রীলঙ্কা Vs নামিবিয়া কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ১০.০০ AM
০২ ১৬.১০.২০২২ কো.২ Vs কো.৩ কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ২.০০ PM
০৩ ১৭.১০.২০২২ ও. ইন্ডিজ Vs স্কটল্যান্ড ওভাল ১০.০০৷ PM
০৪ ১৭.১০.২০২২ কো.১ Vs কো.৪ ওভাল ২.০০PM
০৫ ১৮.১০.২০২২ নামিবিয়া Vs কো.৩ কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ১০.০০PM
০৬ ১৮.১০.২০২২ শ্রীলঙ্কা Vs কো.২ কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ২.০০ PM
০৭ ১৯.১০.২০২২ স্কটল্যান্ড Vs কো.৪ ওভাল ১০.০০AM
০৮ ১৯.১০.২০২২ ও.ইন্ডিজ Vs কো.১ ওভাল ২.০০PM
০৯ ২০.১০.২০২২ শ্রীলঙ্কা Vs কো.৩ কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ১০.০০AM
১০ ২০.১০.২০২২ নামিবিয়া Vs কো.২ কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ২.00PM
১১ ২১.১০.২০২২ ও.ইন্ডিজ Vs কো.৪ ওভাল ১০.০০AM
১২ ২১.১০.২০২২ স্কটল্যান্ড Vs কো.১ ওভাল ২.০০PM
সুপার ১২
১৩ ২২.১০.২০২২ নিউজিল্যান্ড Vs অস্ট্রেলিয়া সিডনি ১.০০ PM
১৪ ২২.১০.২০২২ ইংল্যান্ড Vs আফগানিস্তান পার্থ ২.০০ PM
১৫ ২৩.১০.২০২২ গ্রুপ এ চ্যাম্পিয়ন Vs গ্রুপ বি রানারআপ ওভাল ১০.০০AM
১৬ ২৩.১০.২০২২ ভারত Vs পাকিস্তান মেলবোর্ন ২.০০ PM
১৭ ২৪.১০.২০২২ বাংলাদেশ Vs গ্রুপ এ রানারআপ ওভাল ১০.০০ AM
১৮ ২৪.১০.২০২২ দ.আফ্রিকা Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন ওভাল ২.০০ PM
১৯ ২৫.১০.২০২২ অস্ট্রেলিয়া Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন পার্থ ২.০০ PM
২০ ২৬.১০.২০২২ ইংল্যান্ড Vs গ্রুপ বি রানারআপ মেলবোর্ন ১০.০০ PM
২১ ২৬.১০.২০২২ নিউজিল্যান্ড Vs আফগানিস্তান মেলবোর্ন ২.০০ PM
২২ ২৭.১০.২০২২ দ. আফ্রিকা Vs বাংলাদেশ সিডনি ৯.০০ AM
২৩ ২৭.১০.২০২২ ভারত Vs গ্রুপ এ রানারআপ সিডনি ১.০০ PM
২৪ ২৭.১০.২০২২ পাকিস্তান Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন পার্থ ২.০০ PM
২৫ ২৮.১০.২০২২ আফগানিস্তান Vs গ্রুপ বি রানারআপ মেলবোর্ন ১০.০০ PM
২৬ ২৮.১০.২০২২ ইংল্যান্ড Vs অস্ট্রেলিয়া মেলবোর্ন ২.০০ PM
২৭ ২৯.১০.২০২২ নিউজিল্যান্ড Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন সিডনী ২.০০ PM
২৮ ৩০.১০.২০২২ বাংলাদেশ Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন ব্রিজবন ৮.০০ AM
২৯ ৩০.১০.২০২২ পাকিস্তান Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন পার্থ ১০.০০AM
৩০ ৩০.১০.২০২২ ভারত Vs দ. আফ্রিকা পার্থ ২.০০PM
৩১ ৩১.১০.২০২২ অস্ট্রেলিয়া Vs গ্রুপ বি রানারআপ ব্রিজবন ১.০০ PM
৩২ ০১.১১.২০২২ আফগানিস্তান Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন ব্রিজবন ৯.০০AM
৩৩ ০১.১১.২০২২ ইংল্যান্ড Vs নিউজিল্যান্ড ব্রিজবন ১.০০ PM
৩৪ ০২.১১.২০২২ গ্রুপ বি চ্যাম্পিয়ন Vs গ্রুপ এ রানারআপ এডিলেড ৯.৩০ AM
৩৫ ০২.১১.২০২২ বাংলাদেশ Vs ভারত এডিলেড ১.৩০ PM
৩৬ ০৩.১১.২০২২ পাকিস্তান Vs দ.আফ্রিকা সিডনি ২.০০PM
৩৭ ০৪.১১.২০২২ নিউজিল্যান্ড Vs গ্রুপ বি রানারআপ এডিলেড ৯.৩০ AM
৩৮ ০৪.১১.২০২২ অস্ট্রেলিয়া Vs আফগানিস্তান এডিলেড ১.৩০ PM
৩৯ ০৫.১১.২০২২ ইংল্যান্ড Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন সিডনি ২.০০ PM
৪০ ০৬.১১.২০২২ দ. আফ্রিকা Vs গ্রুপ এ রানারআপ এডিলেড ৫.৩০ AM
৪১ ০৬.১১.২০২২ বাংলাদেশ Vs পাকিস্তান এডিলেড ৯.৩০ AM
৪২ ০৬.১১.২০২২ ভারত Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন মেলবোর্ন ২.০০ PM
সেমিফাইনাল
৪৩ ০৯.১১.২০২২ সেমিফাইনাল ১ সিডনি ২.০০ PM
৪৪ ১০.১১.২০২২ সেমিফাইনাল ২ এডিলেড ১.৩০ PM
ফাইনাল
৪৫ ১৩.১১.২০২২ ফাইনাল মেলবোর্ন ২.০০ PM
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url