০১৮ কি সিম | 018 ki sim | ০১৮ কোন সিম | 018 which operator in bangladesh

০১৮ কি সিম বা ০১৮ কোন সিম এ সম্পর্কে অনেকেই জানে না, বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা ০১৮ সিম কার্ড কোন অপারেটর এ সম্পর্কে জানতে চায়। Meghnar Bazar ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। আজকে আপনারা জানতে পারবেন 018 which operator in bangladesh

০১৮ কোন সিম

০১৮ কি সিম এ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন কেননা অনেক সময় বিকাশ, রকেট বা নগত মোবাইল ব্যাংকিং থেকে মোবাইল রিচার্জ করার জন্য ঐ সিম কার্ডের অপারেটর কি তা জানা লাগে। অনেক সময় বিদেশ থেকে মোবাইল রিচার্জ বা MB পাঠিয়ে থাকে। আর সেজন্য তাকে যে নাম্বারে টাকা পাঠাতে হবে সেই সিমের অপারেটর সম্পর্কে জানতে হয়। তাই আমরা আজকে 018 বাংলাদেশের কি সিম এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

০১৮ কি সিম

০১৮ কি সিম এই প্রশ্নের জবাবে বলতে হবে 018 রবি সিম। ০১৮ সিম প্রথমে বাংলাদেশে একটেল (AkTel) নামে পরিচিত ছিল। এয়ারটেল বাংলাদেশের ১৯৪৭ সাল থেকে টেলিকমিউনিকেশন সেবাদান করে আসছে এবং 2010 সালে এসে তাদের একটেল (AkTel) নাম পরিবর্তন করে "রবি" (Robi) নামকরণ করে এবং এর কোম্পানির পোরো নাম "রবি আজিয়াটা লিমিটেড" Robi Axiata Limited.

০১৮ কি সিম | 018 ki sim | ০১৮ কোন সিম | 018 which operator in bangladesh
fig:০১৮ কি সিম | 018 ki sim | ০১৮ কোন সিম | 018 which operator in bangladesh

018 ki sim

018 ki sim ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ০১৮ বাংলাদেশের জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি রবি সিমের সিম কার্ড নাম্বার। এখন আপনি খুব সহজেই বুঝতে পারবেন 018 নাম্বারটি একটি বাংলাদেশের ব্যবহৃত রবি নাম্বার।

এখন চলুন রবি সিমের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানি।
  • রবি সিমের নাম্বার দেখার উপায় বা রবি সিমের নাম্বার দেখার কোড
  • রবি সিমের টাকা কাটা বন্ধ করার কোড
  • রবি সিমের প্রয়োজনীয় ডায়াল কোড

রবি সিমের নাম্বার দেখার উপায় বা রবি সিমের নাম্বার দেখার কোড

রবি সিমের নাম্বার দেখার সবচেয়ে সহজ উপায় হল কোড ডায়াল করার মাধ্যমে রবি সিমের নাম্বার দেখা। কারণ বাটন ফোনের মাধ্যমেও রবি সিমের নাম্বার বের করতে পারবেন  আর স্মার্টফোনে তো করা যাবেই। রবি সিমের নাম্বার দেখার কোড হল *২#

*২# কোডটি ডায়াল করার মাধ্যমে রবি সিমের নাম্বার দেখতে পারবেন তাছাড়া আরেকটি কোড রয়েছে যার মাধ্যমেও আপনি আপনার রবি সিমের মোবাইল নাম্বার দেখতে পারে কোড টি হচ্ছে *১২১*২*৪# কোডটি ডায়াল করার সাথে সাথে আপনার মোবাইলে আপনার নাম্বার দেখতে পারবেন।

রবি সিমের টাকা কাটা বন্ধ করার কোড

রবি সিমে টাকা কেটে নেয় এমন কিছু সার্ভিস-এর তালিকা নিচে প্রকাশ করা হলো এবং রবি সিমে টাকা কেটে নিচ্ছে এমন সার্ভিস বন্ধ করতে চাইলে,নিচের তালিকা থেকে বন্ধ করার প্রক্রিয়াটি অনুসরণ করার মাধ্যমে আপনি আপনার রবি সিম থেকে টাকা কেটে নেওয়ার সকল সার্ভিস বন্ধ করতে পারেন খুব সহজেই।
  1. রবি মিসড কল এলার্ট সার্ভিস বন্ধ করতে *140*2*1*2# ডায়াল করতে হবে।
  2. রবি ভয়েস টিউব বন্ধ করতে “Unsub” লিখে 808088 তে মেসেজ করতে হবে।
  3. রবি কল ব্লক সার্ভিস বন্ধ করতে *140*2*3*6# ডায়াল করতে হবে।
  4. রবি ইন্টারনেট সার্ভিস বন্ধ করতে *8999*00# ডায়াল করতে হবে।
  5. রবি গুনগুণ বন্ধ করতে “OFF” লিখে 8466 নাম্বারে এসএমএস পাঠাতে হবে।
  6. রবি ফোন ব্যাকআপ সার্ভিস বন্ধ করতে *140*2*2*6# ডায়াল করতে হবে।
  7. রবি ফেসবুক সার্ভিস বন্ধ করতে “Stop” লিখে 32665 নাম্বারে মেসেজ করতে হবে।
  8. রবি ব্লাক সার্ভিস বন্ধ করতে STOP লিখে 21291 নাম্বারে মেসেজ করতে হবে।
  9. রবি সার্কেল সার্ভিস বন্ধ করতে CSTOP লিখে 8880 তে মেসেজ করতে হবে।
  10. রবি লোকাল সার্ভিস বন্ধ করতে “off” লিখে 1818 তে মেসেজ করতে হবে।
  11. রবি ওয়্যাপ সার্ভিস বন্ধ করতে Off লিখে 21290 তে মেসেজ দিতে হবে।
  12. রবি ব্রেকিং নিউজ সার্ভিস বন্ধ করতে *140*8*1*2*3# ডায়াল করতে হবে।
  13. রবি ফান পোর্টাল সার্ভিস বন্ধ করতে “joke off” লিখে 4636 তে মেসেজ দিতে হবে।
  14. রবি কিড-জোন সার্ভিস বন্ধ করতে “off” লিখে তে মেসেজ দিতে হবে।
  15. রবি মুসলিম জীবন সার্ভিস বন্ধ করতে “OFF” লিখে 21279 তে মেসেজ দিতে হবে।
  16. রবি ইবাদাত পোর্টাল সার্ভিস বন্ধ করতে “OFF” লিখে 80807 তে মেসেজ পাঠাতে হবে।
  17. রবি ওমেন জোন সার্ভিস বন্ধ করতে “STOP WZ” লিখে 8378 তে মেসেজ দিতে হবে।

 

রবি সিমের প্রয়োজনীয় ডায়াল কোড

আমাদের প্রতিনিয়ত হয় যে সিম অপারেটরের ব্যবহার করি, সেই অপারেটরের বিভিন্ন ডায়াল কোড এর প্রয়োজন হয়। তাই আজকে রবি সিমের প্রয়োজনীয় সকল কোড  গুলোর তালিকা নিচে প্রকাশ করা হলো। আশা করি এই তালিকা থেকে আপনার প্রয়োজনীয় রবি সিমের ডায়াল কোড গুলো খুব সহজে বের করে ব্যবহার করতে পারবেন।


রবি সিমের সকল প্রয়োজনীয় কোড
SubjectCode
রবি মিনিট চেক *০#
ব্যালেন্স চেক*১#
রবি নাম্বার চেক *২#
রবি ইন্টারনেট চেক *৩#
রবি MB কেনার জন্য *৪#
VAS অ্যাক্টিভ / ডিএক্টিভ *৫#
রবি কল রেট জানার কোড *৬#
রবির প্রমোশনাল sms বন্ধ *৭#
রবিতে ইমারজেন্সি ব্যালেন্স *৮#
সকল VAS বন্ধ করার জন্য *৯#
রবি all rounder code *১২৩#


০১৮ হোইচ অপারেটরে

০১৮ হোইচ অপারেটরে এটি নিয়ে  আশা করি আর কোন কনফিউশন থাকবে না। উপরের আলোচনায় আমি বোঝানোর চেষ্টা করেছি 018 এটি একটি বাংলাদেশি অপারেটর সিম কার্ড যা রবি মোবাইল অপারেটররা পরিচালিত।

FAQ

চলুন এবার আমরা দেখিনি সাধারণত সচরাচর জিজ্ঞাসা করে এমন কিছু প্রশ্নের উত্তর-

robi number check code

রবি নাম্বার চেক করার কোড হল *২#

রবি মিনিট অফার

রবি মিনিট অফার চেক করার কোড *০#

রবি অফার

রবি সিমের যাবতীয় সকল অফার সম্পর্কে জানতে হলে আপনাকে মাই রবি অ্যাপ ব্যবহার করতে পারে এটি খুব সহজ এবং সবচেয়ে ভালো উপহার গুলো এখানেই পেয়ে যাবেন।

রবি মিনিট চেক কিভাবে করে ?

রবি মিনিট চেক করার কোড সম্পর্কে অনেকেই জানতে চাই তাই নিচে রবি মিনিট চেক করার পদ্ধতি দেওয়া হল রবি মিনিট চেক করার কোড হল *০#

রবি টাকা কাটা বন্ধ করার কোড কত ?

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়হলো, রবি সিমের টাকা কাটা বন্ধ করার কোড আমরা অনেক সময় ভুল বসতো ভ্যালু অ্যাডেড সার্ভিস অর্থাৎ (VAS) চালু করে ফেলি। এর ফলে আমাদের সিম থেকে প্রতিনিয়ত টাকা কেটে নেওয়া হয়।রবিতে টাকা কেটে নেয় এমন সকল সার্ভিস বন্ধ করার কোড *৯#

রবি সিমের সকল কোড

রবি সিমের সকল কোড বা ডায়াল কোড গুলো খুব সহজে বের করার জন্য আমরা একটি টেবিল আকারে প্রদান করা হয়েছে।

উপরে রবি সিমের সকল প্রয়োজনীয় কোড এর তালিকা থেকে আপনার প্রয়োজনীয় কোড খুঁজে নিয়ে ব্যবহার করতে পারেন।

আশা করি আজকের আর্টিকেলটি আপনাদেরকে খুব ভালো লেগেছে।ভালো লেগে থাকে এবং আমাদের আর্টিকেল আরো দেখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন এবং আমাদেরকে গুগোল নিউজের ফলো করে রাখতে পারেন। এতে করে আমরা নতুন কোনো আর্টিকেল প্রকাশ করলে সেটা আপনি সহজেই পেয়ে যাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url