গোপালগঞ্জ জেলা সকল পোস্ট কোড | গোপালগঞ্জ জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

গোপালগঞ্জ জেলার পোস্ট কোড এবং গোপালগঞ্জ জেলার এরিয়া কোড সম্পর্কে অনেকেই জানতে চাই কারণ অন্য কোথা থেকে কোন চিঠি বা যেকোনো কিছু একটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হলে একটি পোস্ট নাম্বার প্রয়োজন হয়।

এবং পোস্ট অফিস ঠিকানা জানা লাগে তাই আজকে আমরা আপনাদের মাঝে গোপালগঞ্জ জেলার সকল উপজেলা এবং পোস্ট অফিসের পোস্ট কোড গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

গোপালগঞ্জ জেলা পোস্ট কোড | Gopalganj post code

গোপালগঞ্জ জেলার সকল পোস্ট কোড নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই আলোচনায় আপনারা জানতে পারবেন গোপালগঞ্জ জেলার জিপ কোড গুলো কি কি পোস্ট অফিস ঠিকানা এবং গোপালগঞ্জ জেলার সকল পোস্ট কোড এবং এরিয়া কোড সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবেন।

গোপালগঞ্জ জেলার এরিয়া কোড | Gopalganj area code

গোপালগঞ্জ জেলার অন্তর্ভুক্ত যেকোন স্থানের পোস্ট অফিসের পোস্ট কোড সম্পর্কে জানতে হলে আপনাকে নিচে দেওয়া টেবিলটি অনুসরণ করতে হবে অথবা গোপালগঞ্জের পোস্ট কোড বের করতে হলে আপনাকে যে স্থানের এরিয়ার পোস্ট কোড জানতে চান সে এরিয়ার নাম লিখে নিচে সার্চ বক্সে লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে থানা পোস্ট অফিস এবং সাব-অফিস সহ পোস্টকোড দেখানো হবে। এতে করে খুব সহজে যে কোন স্থানের পোস্ট কোড এরিয়া কোড বের করতে পারবেন।

গোপালগঞ্জ জেলা সকল পোস্ট কোড
গোপালগঞ্জ জেলা সকল পোস্ট কোড | গোপালগঞ্জ জেলার পোস্ট কোড ও এরিয়া কোড
Note:বাংলা ও English দুই ভাবেই খুজা যাবে।
যে এলাকার পোস্ট কোড জানতে চান সার্চ করুন অথবা নিচে তালিকা থেকে খুঁজুন। 

জেলা থানা সাব অফিস পোস্ট কোড
গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর বারফা ৮১০২
গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর চন্দ্রাদিঘীনালা ৮০১৩
গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ সদর ৮১০০
গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর উলপুর ৮১০১
গোপালগঞ্জ কাশিয়ানী জনাপুর ৮১৩৩
গোপালগঞ্জ কাশিয়ানী কাশিয়ানী ৮১৩০
গোপালগঞ্জ কাশিয়ানী রামদিয়া কলেজ ৮১৩১
গোপালগঞ্জ কাশিয়ানী রাতোইল ৮১৩২
গোপালগঞ্জ কোটালীপাড়া কোটালীপাড়া ৮১১০
গোপালগঞ্জ মাকসুদপুর বাটিকামারী ৮১৪১
গোপালগঞ্জ মাকসুদপুর খানদারপাড়া ৮১৪২
গোপালগঞ্জ মাকসুদপুর মাকসুদপুর ৮১৪০
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পাটগাটি ৮১২১
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া ৮১২০

Gopalganj

Gopalganj Sadar

Barfa

8102

Gopalganj

Gopalganj Sadar

Chandradighalia

8013

Gopalganj

Gopalganj Sadar

Gopalganj Sadar

8100

Gopalganj

Gopalganj Sadar

Ulpur

8101

Gopalganj

Kashiani

Jonapur

8133

Gopalganj

Kashiani

Kashiani

8130

Gopalganj

Kashiani

Ramdia College

8131

Gopalganj

Kashiani

Ratoil

8132

Gopalganj

Kotalipara

Kotalipara

8110

Gopalganj

Maksudpur

Batkiamari

8141

Gopalganj

Maksudpur

Khandarpara

8142

Gopalganj

Maksudpur

Maksudpur

8140

Gopalganj

Tungipara

Patgati

8121

Gopalganj

Tungipara

Tungipara

8120

উপরের ছকে কোন পোস্ট কোড মিসিং থাকলে কমেন্টে জানাবেন।
আপনার এরিয়া কোড এখানে পেয়েছেন কিনা কমেন্ট করে জানিয়ে দিন।

গোপালগঞ্জ জেলার পোস্ট অফিস | Gopalganj post office

গোপালপুর থানার পোস্ট অফিস সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে গোপালগঞ্জ জেলার মোট উপজেলা সম্পর্কে জানতে হবে এবং প্রতিটি উপজেলায় আলাদা আলাদাভাবে আকার নির্ভর করে অনেকগুলো পোস্ট কোড পোস্ট অফিসে থাকে এবং তাদের মধ্যে পোস্ট কোডের ভিন্নতা রয়েছে আলাদা আলাদা পোস্ট কোড এবং আলাদা হয়ে থাকে তাই আমরা উপরে দেওয়া টেবিল থেকে গোপালগঞ্জ জেলার এরিয়া কোড ও পোষ্ট কোড গুলো জেনে নেবো।

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পোস্ট অফিস | Gopalganj Tangipara post office

গোপালগঞ্জ থানা কয়টি

গোপালগঞ্জ জেলার মোট পাঁচটি উপজেলা রয়েছে নিচে গোপালগঞ্জ জেলার সকল উপজেলার তালিকা প্রদর্শন করা হলো
  • গোপালগঞ্জ সদর
  • মুকসুদপুর
  • কাশিয়ানী
  • কোটালীপাড়া
  • টুঙ্গিপাড়া

টুঙ্গিপাড়া কোন জেলায়

টুঙ্গিপাড়া কোন জেলায় অবস্থিত এ নিয়ে অনেকে জানতে চাই কেননা এই জেলাটি অনেকগুলো কারনে বিখ্যাত তাই। আমরা বলতে ইচ্ছে টঙ্গী পরে কোন জায়গায় অবস্থিত।

টুংগীপাড়া গোপালগঞ্জ জেলার একটি উপজেলা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url