RFL Web Do | RFL Web Do 5005 সম্পর্কে বিস্তারিত জানুন

RFL WEB DO কি?

রানার আরএফএল ওয়েব ডো হল একটি জনপ্রিয় ব্র্যান্ড প্রাণ আরএফএল গ্রুপ ডিলারের পণ্য ডিও এবং স্ট্যাটাস জেনারেটরের ওয়েব পোর্টাল। rfl web do bd এই ওয়েবসাইটটি সাধারণত কোম্পানির সাথে তাঁদের পণ্য বিক্রির যাবতীয় হিসাব ও ডিলারদের সকল লেনদেন এর তথ্য সংরক্ষিত থাকে। RFL Web do bd হতে অর্ডার নিতে হলে প্রথমে কোম্পানি থেকে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।তারপর সকল সেবা সমূহ অ্যাক্সেস করা যাবে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই পোস্ট এর মাধ্যমে  ইনশাল্লাহ।

Pran rfl web do

বর্তমান সময়ের সবচেয়ে বেশি নিত্য প্রয়োজনীয় জিনিস কিংবা গৃহ সামগ্রি এবং ভোগ্য পণ্য কেনার এক বিশ্বস্থ প্লাটফর্ম Pran-Rfl group. এদের পরিধি অনেক বিশাল। তাই তারা নতুন নতুন দিলার নিয়োগ দিচ্ছে। আর সেই সকল ডিলারদের সকল তথ্য সংরক্ষন ও পণ্য বেচা কেনার সকল গাইডলাইন এই pran rfl web do ওয়েবসাইট এ বিস্তারিত দেওয়া আছে।ইউজারগণ নির্ধারিত কোম্পানির শাখা থেকে রেজিস্ট্রেশন পূর্বক প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে পোর্টাল এ লগইন করে অ্যাক্সেস করতে পারবে।

RFL Web Do link

প্রথমে যেকোনো একটি মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে একটি ওয়েব ব্রাউজার(google. chrome,mozila) দিয়ে সার্চ করতে হবে "RFL Web Do" লিখে। তারপর একটি  ইউজার ইন্টারফেজ আসবে সেখান থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে।ইউজার এর সুবিধার জন্য নিম্নোক্ত লিঙ্ক ফলো করলে rfl web do link পাউয়া যাবে।

rfl web do নিয়ে বিস্তারিত
১ম পোর্টাল Pran RFL Web Do
২য় পোর্টাল Runner RFL Web Do

Runner RFL Web Do

Runner RFL Web Do তে লগ ইন করার পর বেশ কিছু সেবা গ্রহন করা যাবে।যার মধ্যে Order Active, entry order cancel do, hidden do, change password ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
  • Order Entry
  • Active Order
  • Damage entry
  • Damage Approve status
  • product info
  • Undelivered
  • MR status
  • Incentive offer
  • Complain
  • Cancel do
  • Hidden do
  • Change password
  • Log out (লগআউট)

RFL Web Do এ কাজ করার নিয়ম

RFL গ্রুপ তাদের ডিলার এবং ছেলারদের জন্য ওয়েবসাইট ভিত্তিক ওয়েব পোর্টালের ব্যবস্থা করেছে। আরএফএল তাদের কর্মীদের আরএফএল ওয়েব দ তে লগইন করার জন্য ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে থাকে প্রত্যেক কর্মীকে তাদের কাজের ক্যাটাগরি অনুসারে ভিন্ন ভিন্ন ড্যাশবোর্ডে একসেস করতে পারে।

RFL WEB DO এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে যে কোন ডিভাইস দিয়েই খুব সহজে ভিজিট করা যায়। এটাতে কাজ করার জন্য প্রথমে http://runner.rflgroupbd.com:5005 এই লিংকটি ভিজিট করে কোম্পানি থেকে প্রদত্ত ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। চাকরির ধরন বা পদের ভিন্নতার কারণে একেকজনের ড্যাশবোর্ড একেক রকম হতে পারে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url