ট্যাপ একাউন্ট খোলার নিয়ম ও অফারসমূহ, চার্জ, ডায়াল কোড | [ TAP ] Trust Axiata Pay New mobile banking

ট্যাপ একাউন্ট কিভাবে খুলবেন ট্যাপ অ্যাকাউন্ট অফারসমূহ, চার্জ, ডায়াল কোড এবং  অ্যাকাউন্ট খোলার সুবিধা গুলো কি কি ট্রাস্ট ব্যাংক ট্যাপ অ্যাপ এ সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই টিউটোরিয়ালে। অনেক হয়তো ট্যাপ একাউন্ট কি ট্যাপ একাউন্ট খোলার সুবিধা বা খোলা নিয়োম সম্পর্কে জানেনা।

ট্যাপ একাউন্ট খোলার নিয়ম ও অফারসমূহ, চার্জ, ডায়াল কোড | [ TAP ] Trust Axiata Pay New mobile banking
ছবিঃ-ট্যাপ একাউন্ট খোলার নিয়ম ও অফারসমূহ, চার্জ, ডায়াল কোড | [ TAP ] Trust Axiata Pay New mobile banking

জানার নাইত শেষ- ০১৫ কোন সিম ? 
প্রথমে সবাইকে ট্যাপ একাউন্ট বা টেপ মোবাইল ব্যাংকিং সম্পর্কে একটু ধারণা দিলে নেওয়া যাক-
Trust Axiata Pay বা TAP একটি মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। বিকাশ মোবাইল ব্যাংকিং রকেট কিংবা নগদ মোবাইল ব্যাংকিং এর মত বাংলাদেশের নতুন একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম চালু করেছে ট্রাস্ট ব্যাংক এবং রবি আজিয়াটা লিমিটেড যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে "ট্যাপ"

চলছে বাংলাদেশ প্রিমিয়েরলিগ বিপিএল খেলা দেখুন মোবাইল এ লাইভে

ট্যাপ একাউন্ট খোলার নিয়ম

অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মত ট্যাপ মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক এর মোবাইল নাম্বার টি একটি অ্যাকাউন্ট নাম্বার বা হিসাব নম্বর হিসেবে ব্যবহৃত হবে যেমনটা বিকাশ নগদ বা রকেট মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে হয়ে থাকে



একজন একাউন্ট হোল্ডার চাইলে ট্যাপ মোবাইল অ্যাপ অথবা মোবাইল কোড নাম্বার ডায়াল করে তার কন্ট্রোল করতে পারবে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে।

ট্যাপ একাউন্ট খোলার সুবিধা

সেন্ড মানি-Send money from any other TAP account number
দেশের যেকোনো প্রান্ত থেকে এক উপায় একাউন্ট হতে অন্য উপায় একাউন্ট টাকা পাঠানো যাবে।

ক্যাশ ইন-
উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে খুব সহজেই ক্যাশ ইন করা যাবে উপায় মোবাইল ব্যাংকিংয়ে।

ক্যাশ আউট- Cash out from TAP agent and ATM
উপায় এজেন্ট পয়েন্ট থেকে যেকোনো সময় উপায় একাউন্ট হতে টাকা তোলা যাবে।

মোবাইল রিচার্জ- Recharge mobile free(without charge)
বিকাশ এবং রকেট একাউন্টের মত ট্যাপ একাউন্টের ব্যালেন্স ব্যবহার করেই করা যাবে মোবাইলে রিচার্জ

পেমেন্ট
অ্যাকাউন্ট ব্যবহার করে মার্চেন্ট পেমেন্ট করা যাবে

পে বিল
ট্যাপ একাউন্টের মাধ্যমে গ্যাস ও ক্রেডিট কার্ড এর বিল পে করা যাবে।

ফান্ড ট্রান্সফার
ট্যাপ ব্যবহার করার মাধ্যমে ট্রাস্ট ব্যাংকে পান টান্সফার করা সম্ভব

ট্যাপ মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম

নিজে নিজে অ্যাপ দিয়ে ট্যাপ একাউন্ট খোলার সহজ নিয়ম নিচে ধাপে ধাপে দেয়া হল ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি একটি টপ একাউন্ট খুলতে সক্ষম হবে আপনাদের সুবিধার্থে নিচে ভিডিওটি ট্রেন দেখাতে চাইলে সেটা দেখে দেখে নিতে পারেন।
  1. প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে TAP অ্যাপ ইনস্টল করুন
  2. ইন্সটল এর পর অ্যাপটি ওপেন করুন
  3. Get Started চাপুন
  4. আপনার ফোন নাম্বার লিখুন ও সিম অপারেটর সিলেক্ট করুন
  5. এরপর উল্লেখিত ফোন নাম্বারে আসা মেসেজ থেকে ওটিপি কোডটি প্রদান করুন
  6. নিচের দিকে স্ক্রল করে Agree চাপুন
  7. এরপর আপনার নাম, লিংগ ও পেশা সিলেক্ট করে Confirm চাপুন
  8. এরপর আপনার ট্যাপ ওয়ালেটের ৪ ডিজিটের পিন প্রদান করে Proceed চাপুন
  9. Let’s Continue চাপুন
  10. এরপর আপনার এনআইডি কার্ড এর সামনের অংশের ছবি তুলুন ও Confirm চাপুন
  11. এরপর এনআইডি কার্ড এর অন্য অংশের ছবি তুলুন ও Confirm চাপুন
  12. এরপর প্রদত্ত সকল তথ্য প্রদর্শিত হবে
  13. সব তথ্য ঠিক থাকলে Confirm চাপুন
  14. এরপর আপনার নিজের স্লেফি নিতে বলা হবে
  15. সেলফি তোলা হয়ে গেলে Confirm চাপুন
  16. এরপর কয়েক সেকেন্ডের জন্য আপনার প্রদত্ত তথ্যগুলো ভেরিফাই হবে
  17. সঠিকভাবে সকল তথ্য প্রদান করলে লগিন পেজ দেখতে পাবেন
  18. লগিন পেজে আপনার ট্যাপ একাউন্ট এর নাম্বার ও পিন কোড দিয়ে লগিন করুন

 TAP app download Link

ট্যাপ ক্যাশ ইন চার্জ – Cash In Charge on TAP mobile banking account

  • ট্যাপ একাউন্টে এজেন্টের কাছ থেকে ক্যাশ ইন করা যাবে বিনামূল্যে। 
  • বেতন বা করপোরেট ক্যাশ ইন এর ক্ষেত্রে ০.৯০ শতাংশ ক্যাশ ইন চার্জ গৃহিত হবে
  • স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে ট্যাপ এর ক্যাশ ইন চার্জ ০.৬০ শতাংশ। তবে ট্যাপ এর শাখা থেকে চার্জ ছাড়াই ক্যাশ ইন করা যাবে।

ট্যাপ একাউন্ট ডায়াল কোড

প্রত্যেকটি মোবাইল ব্যাংকিং এর দুটি পদ্ধতিতে লেনদেন করা যায় একটি হলো এক ব্যক্তিকে লেনদেন একটি হচ্ছে অ্যাপ দিয়ে লেনদেন অন্যটি হচ্ছে ইউএসডি বাক্য ডায়াল করার মাধ্যমে যেমনি বিকাশ মোবাইল ব্যাংকিং বা অন্যান্য মোবাইল ব্যাংকিং রকেট নগদ নগদ মোবাইল ব্যাংকিং করেছে।

 প্রত্যেক মোবাইল ব্যাংকিং সেবার মত ট্যাপের ও মোবাইল ব্যাংকিং মেন্যু রয়েছে। ট্যাপ মোবাইল ব্যাংকিং এর মেন্যু কোড হলো *201# অর্থাৎ Tap Mobile Banking Menu Code *201#  যা ডায়াল করে ট্যাপ মোবাইল ব্যাংকিং এর সকল সুবিধা উপভোগ করা যাবে।

TAP মোবাইল ব্যাংকিং অ্যাপ

TAP মোবাইল ব্যাংকিং অ্যাপ Android এবং iOS উভয় পদ্ধতিতে ব্যবহার করা যাবে । Android এর জন্য Google Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন । অ্যাপল ফোনের জন্য Apple App Store থেকে এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন । এছাড়া নিম্নে লিংকের মাধ্যমেও উভয় platform এর জন্য ডাউনলোড করতে পারবেন ।

ট্যাপ মোবাইল ব্যাংকিং এর চার্জ এবং লিমিট সমূহ

সকল ব্যাংকিং সিস্টেমে লেনদেনের একটা সীমা থাকে তেমনি একাউন্টের দৈনিক এবং মাসিক লেনদেনের লিমিট রয়েছে যেমনটা বিকাশ এবং রকেট এমনকি নগদ একাউন্টে রয়েছে বিকাশ একাউন্ট সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এখানে ক্লিক করুন চলুন তাহলে একাউন্টের লিমিট জেনে নেই--


ট্যাপ মোবাইল ব্যাংকিং এর চার্জ এবং লিমিট সমূহ

ট্যাপ মোবাইল ব্যাংকিং একাউন্ট হেলপ্লাইন নাম্বার

আমরা অনেক সময় ব্যাংকিং করার ক্ষেত্রে বা যেকোনো সার্ভিস গ্রহণ করার ক্ষেত্রে প্রবলেমে পড়ে থাকি  আর সেই জন্য রয়েছে সেই কাঙ্খিত সার্ভিস প্রতিষ্ঠান এর হেল্পলাইন বা কাস্টমার কেয়ার সুবিধা তেমনি মোবাইল ব্যাংকিং অ্যাপ অ্যাপেল রয়েছে হেল্পলাইন নাম্বার তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা।

আমরা অনেক সময় বল মাধ্যমে ব্যাংকিং করার ক্ষেত্রে বা যেকোনো ট্যাব ব্যবহারে কোনো সমস্যায় পড়লে ইমেইল করা যাবে complaint@trustaxiatapay.com ঠিকানায়। এছাড়াও ট্যাপ এর ওয়েবসাইটে হেল্পলাইন নাম্বার হিসেবে নিচের ফোন নাম্বারগুলো দেওয়া আছেঃ

নিচের টাইপ একাউন্ট হেল্পলাইন নাম্বার ইমেইল এড্রেস দেওয়া হলো-

ট্যাপ একাউন্ট ইমেইল এড্রেস  complaint@trustaxiatapay.com 
ট্যাপ একাউন্ট মোবাইল নাম্বার +88 02 48812261
ফ্যাক্স নাম্বার ট্যাপ একাউন্ট  +88 02 48812262
ট্যাপ একাউন্ট হেল্পলাইন নাম্বার 09612201201

টেকনো মোবাইল ব্যাংকিং সরাসরি যোগাযোগের ঠিকানা

ট্র্যাক্সিয়া এক্সিয়াটা ডিজিটাল লিমিটেড, 57 এবং 57 / এ,
উদয় টাওয়ার (17 তলা)
গুলশান অ্যাভিনিউ
গুলশান – 1, –ঢাকা – 1212
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url